বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আয়ুর্বেদিক চিকিৎসার প্রচার ও প্রসারের লক্ষ্যে বর্ধমান টাউন হলে ৩ দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে আয়ুষ স্বাস্থ্য মেলা। কেন্দ্র ও রাজ্যের অর্থানুকূল্যে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের উদ্যোগে বুধবার থেকে এই মেলা শুরু হয়েছে। আয়ুষ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিএমও ডা. তারাপদ ঘোষ জানিয়েছেন, গতবছর বর্ধমানের মেডিকেল মাঠে এই মেলা শুরু হয়েছিল। এবার টাউন হলে ২য় বর্ষ এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় প্রতিদিন থাকছে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথ, ইউনানি, সিদ্ধায় এবং যোগা নিয়ে আলোচনা। থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন আয়ুর্বেদিক চিকিৎসক মৌ চট্টোপাধ্যায় জানিয়েছেন, একটা সময় ছিল যখন আয়ুর্বেদিক চিকিৎসা সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। কিন্তু সরকারি উদ্যোগে প্রতিটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এখন আয়ুর্বেদিক চিকিৎসা হচ্ছে এবং প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। তিনি জানিয়েছেন, এছাড়াও তাঁরা প্রতিটি ব্লকে ব্লকে বিশেষ ক্যাম্পও করছেন আয়ুর্বেদিক প্রচার ও প্রসারের লক্ষ্যে। তিনি জানিয়েছেন, গতবছরই লক্ষাধিক মানুষ আয়ুর্বেদিক চিকিৎসার আওতায় এসেছেন এবং তাঁরা নিয়মিত চিকিৎসা করাচ্ছেন। মৌ দেবী জানিয়েছেন, মূলত পুরোনো ও জটিল রোগের চিকিৎসার জন্যই সাধারণ মানুষ আসছেন আয়ুর্বেদিক চিকিৎসা করাতে।