বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় বেশ কয়েকটি জায়গায় বজ্রাঘাতে গুরুতর জখম হলেন প্রায় ১২জন। মারা গেলেন ৩জন। চাষের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল দুই চাষীর। মৃত একজনের বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাঁচড়া গ্রামের দক্ষিনপাড়ায়। অন্যজনের বাড়ি মাধবডিহি থানার আদমপুরে। এছাড়াও বর্ধমানের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের মিলিকপাড়ার বাসিন্দা মুক্তা হালদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জামালপুরে প্রচন্ড বৃষ্টির মধ্যেই মাঠে কাজ করার সময় বজ্রাঘাতের ঘটনা ঘটে। অন্যদিকে এদিনই দুপুরে খণ্ডঘোষের কেশবপুর গ্রামের বাসিন্দা সেখ কুতুবউদ্দিনের বাড়িতে বাজ পড়ে। কুতুবউদ্দিনের পরিবারের দুই সদস্য জখম হয়। এই ঘটনায় আরো ছয়জন বাসিন্দা জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয় পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্ধমানের বেলকাশে বজ্রাঘাতে ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।