মেমারি (পূর্ব বর্ধমান) :- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ যুবকের। ঘটনাটি ঘটেছে মেমারির শোভনা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে জি টি রোডের উপর থেকে একইসাথে তিন যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। দেহগুলির পাশ থেকে উদ্ধার হয় একটি দুমড়ে-মুচড়ে যাওয়া বাইকও। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেমারির দিক থেকে বৈঁচির দিকে একটি বাইকে করে তিন যুবক যাওয়ার সময় একটি ট্রাক তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়। মৃত দেহের কাছ থেকে উদ্ধার হয় তাঁদের দুমড়ে-মুচড়ে যাওয়া বাইকটিও। মৃত যুবকদের নাম শ্যাম রায় (৩১), দেবাশীষ রায় (২৮) ও বিকাশ রায় (২৮)। প্রথম জনের বাড়ি পাণ্ডুয়া থানার বৈঁচি এলাকায়। বাকী দুজনের বাড়ি মেমারি থানার কালসি এলাকায়। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মেমারী থানার পুলিশ।