E Purba Bardhaman

ঝড়ে কালনায় ক্ষতিগ্রস্ত ৩৫ টা সরস্বতী পুজোর প্যান্ডেল, আহত ২ জন

35 Saraswati Puja pandals damaged by storm in Kalna, 2 injured

কালনা (পূর্ব বর্ধমান) :- ক্ষণিকের ঝড়ে কালনায় ভেঙে পড়ল একাধিক সরস্বতী পুজোর মণ্ডপ ও অস্থায়ী তোরণ। তোরণ ভেঙে আহত হন সমুদ্রগড় থেকে পুজো দেখতে আসা অর্পিতা সাহা নামে এক তরুণী। তাঁকে প্রথমে কালনা মহকুমা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে, কালনায় ভাঙা তোরণ মেরামতির সময় পড়ে গিয়ে আহত হয়েছেন ডেকরেটর কর্মী অশোক মাহাতো।
এসডিপিও কালনা রাকেশ কুমার চৌধুরি জানিয়েছেন, ক্ষণিকের এই দমকা ঝড়ে কালনার প্রায় ৪ টি মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আরও কয়েকটি মণ্ডপ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্থায়ী তোরণ ভেঙে ১ জন আহত হয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
কালনার সরস্বতী পুজোর কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ জানিয়েছেন, হঠাৎ একটা দমকা হাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় একাধিক এলাকা। এখনও পর্যন্ত ৩০-৩৫ টা প্যান্ডেল ও লাইটের গেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
কালনা পৌরসভার ভাইস-চেয়ারম্যান তপন পোড়েল জানিয়েছেন, ২ মিনিটের ঝড়ে কালনা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে লাইটের গেট ভেঙে পরেছে। কালনা পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে দেখভাল করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেছে। ভাঙা অংশ সরিয়ে দেওয়া হয়েছে। এরপর পুজো দেখতে আসার ক্ষেত্রে আর অসুবিধা নেই।
কালনার সপ্তর্ষি সংঘের পুজো উদ্যোক্তা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য আরতি হালদার জানিয়েছেন, সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ-প্রশাসনের সহযোগিতায় তালবোনায় সপ্তর্ষি সংঘের পুজো এবার বেশ জাঁকজমক ভাবেই শুরু হয়েছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা পেরে উঠলাম না। আমরা মর্মাহত, দুঃখিত। ব্যারাকপুর থেকে প্যান্ডেল শিল্পীরা আসবেন তাঁরা দেখে মেরামতের চেষ্টা করবেন। মানুষ যাতে হতাশ না হয় সেই বিষয়টা আমরা দেখছি। আমরা চেষ্টা করছি। জানা গেছে, প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটে সপ্তর্ষি সংঘের এবারের থিম ডিজনিল্যান্ড। উল্লেখ্য, কালনায় প্রায় শতাধিক সরস্বতী পুজো হয়।

Exit mobile version