E Purba Bardhaman

৫০ কেজি গাঁজা-সহ গ্রেপ্তার ৪ জন

4 arrested with 50 kg of ganja

মেমারী (পূর্ব বর্ধমান) :- ওড়িশা থেকে বীরভূমে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল চার পাচারকারী। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। জানা গেছে, শনিবার গভীর রাতে গোপনসুত্রে খবর পেয়ে মেমারীর পালসিট টোলপ্লাজায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে মেমারী থানার পুলিশ। ধৃতদের ব্যবহার করা চারচাকা গাড়িটিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে একটি চারচাকা গাড়ি বীরভূমের দিকে যাচ্ছিল। ওই গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে এই খবরের ভিত্তিতে, পালসিট টোলপ্লাজায় আগে থেকেই নিয়ন্ত্রণ নেয় মেমারী থানার পুলিশ। ঘটনাস্থলে চলে আসেন পুলিশকর্তারা। পুলিশের পাওয়া খবরের ভিত্তিতে শুরু হয় তল্লাশি। মেমারির পালসিট টোলপ্লাজায় এনে গাড়িটিতে তল্লাশি চালান হয়। গাড়িতে থাকা তিনজন পুরুষ ও একজন মধ্যবয়সী মহিলাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথার মধ্যে অসংঙ্গতি ধরা পড়ে। এরপর সন্দেহভাজনদের গাড়ির ডিকি খোলার কথা বলেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। গাড়ির ডিকি খুলতেই উদ্ধার হয় বস্তাবন্দি ৫০ কেজি গাঁজা। জানা গেছে, গাঁজার আনুমানিক বাজার মূল্য ১.৫০ থেকে ২ লক্ষ টাকা। এর পরেই গ্রেপ্তার করা হয় গাড়ির আরোহীদের। বাজেয়াপ্ত করা হয় চারচাকা গাড়িটিকে। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রবিবার পূর্ব বর্ধমান জেলা আদালতে পাঠানো হয়।

Exit mobile version