E Purba Bardhaman

কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে নিয়ে যাবার আগেই উদ্ধার ৪ নাবালক, ধৃত ২

4 minors rescued before being trafficked in other states
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভালো কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ভাতার থানার বেলেন্ডা গ্রামের ৪ নাবালককে। বর্ধমান স্টেশন থেকে তাদের ট্রেনে চাপিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। পুলিসি তত্পরতায় সেই পরিকল্পনা ব্যর্থ হল। বুধবার দুপুরে বর্ধমান শহরের স্টেশন লাগোয়া চৌধুরি বাজার এলাকা থেকে পুলিস ৪ নাবালককে উদ্ধার করে। নাবালকদের পাচারে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম ছোটেলাল মাড্ডি ও লক্ষ্মী মাড্ডি। পাচারে জড়িত মাখন শেখ অবশ্য পালিয়ে যায়। ধৃতদের বাড়ি দেওয়ানদিঘি থানার ক্ষেতিয়া গ্রামে। জেলা পুলিশ সূত্রে জানাগেছে, ৪ নাবালককে ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল। তার আগেই তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। পাচারে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্ধমান থানার এক অফিসার বলেন, ঘটনাটি ভাতার থানা এলাকার। তাই, নাবালকদের ভাতার থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদেরও ভাতার থানার হাতে তুলে দেওয়া হয়েছে। ভাতার থানার এক অফিসার বলেন, নাবালক পাচারে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিশদে খোঁজখবর নেওয়া হচ্ছে। নাবালক পাচারের পিছনে আর্থিক লেনদেন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বেলেন্ডা গ্রাম থেকে ৪ নাবালককে দু’টি বাইকে চাপিয়ে বর্ধমানে আনা হয়। বিষয়টি ভাতার থানার পুলিসের কানে পোঁছায়। এনিয়ে খোঁজখবর শুরু হয়। ভাতার থানা থেকে ফোন করে বিষয়টি বর্ধমান থানায় জানানো হয়। বর্ধমান থানার পুলিস স্টেশন এলাকায় নজরদারি শুরু করে। বেলা ১টা নাগাদ ৪ নাবালক ও তাদের সঙ্গে তিনজনকে চৌধুরি বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বর্ধমান থানার পুলিস। তাদের আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে নাবালকরা ঘটনার কথা পুলিসকে খুলে বলে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিস জানতে পেরেছে, অভিভাবকদের টাকা দিয়ে নাবালকদের ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল। অলঙ্কার তৈরির কাজের আশ্বাস দিয়ে তাদের গুজরাট অথবা তামিলনাড়ুর কোয়েবাতুরে নিয়ে যাওয়া হচ্ছিল। নাবালকদের বাবাদের মোটা টাকার লোভ দেখানো হয়। অগ্রিম হিসাবে কিছু টাকা নাবালকদের বাবাদের দেওয়া হয়েছে বলে জানতে পেরেছে পুলিস। নাবালকদের মধ্যে দু’জন ভাতারের মাধব পাবলিক হাইস্কুলের পড়ুয়া। স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার সোম বলেন, কেন তারা স্কুল ছেড়ে ভিন রাজ্যে যাচ্ছিল তা নিয়ে খোঁজখবর নেওয়া হবে।
Exit mobile version