বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পিএইচই প্রকল্পের এলাকা থেকে ৪৪ টি ডিআই পাইপ চুরির ঘটনায় পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার পুলিশ গ্রেপ্তার করল কলকাতা ও হাওড়া থেকে ৪ দুষ্কৃতিকে। একইসঙ্গে এই পাইপ চুরির কাজে ব্যবহৃত ৩টি গাড়িও পুলিশ বাজেয়াপ্ত করেছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া পাইপগুলিও। দেওয়ানদিঘী থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি থানায় একটি অভিযোগ আসে এক ব্যক্তির পিএইচই প্রকল্প এলাকা থেকে ৪৪টি ডিআই পাইপ চুরি হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজখবর চালায়। একইসঙ্গে ব্যবহার করা হয় আধুনিক প্রযুক্তিও। এরপরই পুলিশ মুর্শিদাবাদ, বীরভূম, পাকুড় ও হাওড়া থেকে বাজেয়াপ্ত করে চুরির কাজে ব্যবহৃত ৩টি গাড়ি এবং উদ্ধার করা হয় চুরি যাওয়া পাইপগুলি। এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে হাওড়ার দাশনগর থানার কোনা এলাকার বাসিন্দা সত্যজিৎ জানা, হাওড়ার বেলগাছিয়া থেকে মোহন্ত কুমার যাদব, কলকাতার সাউথ স্পোর্ট ১ থানা এলাকার বাসিন্দা প্রকাশ রাউত এবং কলকাতার ১২ বিকে রোডের বাসিন্দা সিরাজ খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় যুক্ত বাকিদের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে।