বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সিপিআই(এম)কে রাজনৈতিকভাবে হারাতে ফের ৪৯ বছর আগে ঘটে যাওয়া ঘটনাকেই হাতিয়ার করল তৃণমূল কংগ্রেস। বিশেষত এবারেও যে সময় কংগ্রেস এবং সিপিএমের মধ্যে ভোটের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে সেই সময় বর্ধমানের সাঁইবাড়ির ঘটনাকেই ফের উসকে দিল ভোটের রাজনীতি। ২০১৯ সালের এই লোকসভা নির্বাচনে ফের কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোটের জল্পনা চলছে। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনকে সিপিআই(এম)-এর হাতে ছেড়ে দেওয়ায় রীতিমত ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা।