E Purba Bardhaman

প্রথম কালবৈশাখীর তাণ্ডবে পূর্ব বর্ধমান জেলায় মৃত ৫

5 dead in Purba Bardhaman district due to Kalboishakhi storm

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত গোটা পূর্ব বর্ধমান জেলায় প্রথম কালবৈশাখীর বজ্রবিদ্যুত-সহ ঝড়ের তাণ্ডবে মারা গেলেন ৫ জন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মন্তেশ্বরে মারা গেছেন নীলমণি মূর্মূ (৫১), কাটোয়া ১ ব্লকের উন্নতি মাঝি (৫২), কেতুগ্রাম ১ ব্লকের বিশ্বনাথ থান্ডার (৬৮), সুস্মিতা সোরেন (৯) এবং রায়না ২ ব্লকের শংকর মাণ্ডি (৪৭)। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ৬টা ২০ নাগাদ কেতুগ্রামের পালিটা গ্রামের আদিবাসীপাড়ায় বজ্রাঘাতে মারা যায় সুস্মিতা সোরেন। কাটোয়ার কামালবাগ্দী পাড়ার বাসিন্দা উন্নতি মাঝির মৃত্যু হয় বজ্রাঘাতে। কেতুগ্রামের পাণ্ডুগ্রামের খাটুন্দি গ্রামের বাসিন্দা বিশ্বনাথ থাণ্ডারেরও মৃত্যু হয় বজ্রাঘাতে।

Exit mobile version