বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলায় পৃথক পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। গলসি থানা এলাকায় ডাম্পারের ধাক্কায় এক যুবতীর মৃত্যু হয়েছে। মৃতার নাম নাদিয়া মল্লিক (২২)। শক্তিগড় থানার মাঝেরপাড়ায় তাঁর বাড়ি। তিনি একটি বেসরকারি লগ্নি সংস্থার কর্মী ছিলেন। কাজের সুবিধার জন্য তিনি গলসি বাজারে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তিনি বুদবুদের তিলডাঙায় সংস্থার কাজে যাচ্ছিলেন। গলিগ্রাম এলাকায় পাম্প থেকে স্কুটিতে পেট্রোল ভরে জাতীয় সড়কে ওঠার সময় একটি ডাম্পার তাঁর স্কুটিটিকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় পুলিস তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ডাম্পারটি ধরা পড়েনি।
অন্য একটি ঘটনায় গলসি থানার আদড়াহাটিতে বাসের ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম রবিউল হোসেন মোল্লা (৫০)। গলসি থানার বন্দুটিয়া গ্রামে তাঁর বাড়ি। মঙ্গলবার সকালে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। আদড়াহাটির কাছে একটি বাস সাইকেলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিস দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। তবে, চালক ধরা পড়েনি।
অপর একটি ঘটনায়, ভাতার থানার কুলনগরে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীরই মৃত্যু হয়েছে। মৃতদের নাম বাপ্পাদিত্য প্রামাণিক (৪১) ও জয় মাঝি (২৭)। ভাতার থানার নাসিগ্রামে বাপ্পার বাড়ি। ভাতার থানারই কুলনগরে জয়ের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ বাইক নিয়ে জয় মালডাঙায় যাচ্ছিলেন। কুলনগর মোড়ে তাঁর বাইকটির সঙ্গে বাপ্পাদিত্যর বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে দু’জনই গুরুতর জখম হন। পুলিস তাঁদের উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক বাপ্পাকে মৃত ঘোষণা করেন। জয়কে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ভির্তর ঘণ্টাখানেক পর তিনি মারা যান। বাইক দু’টি বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্যদিকে, রায়না থানার জ্যোৎসাদি গ্রামে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শেখ মোবারক উদ্দিন (২৭)। ভাতার থানার শিবপুরে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রায়নার জ্যোৎসাদি গ্রামে মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাইক নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। পথে তাঁর বাইকটি দুর্ঘটনার কবলে পড়লে তিনি গুরুতর জখম হন। পুলিস তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।