E Purba Bardhaman

আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ধৃত ৫ জন

5 persons arrested with firearms and bullets

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম সুনীল সাউ ওরফে সূর্য, মির আকিব ওরফে হাবা, শেখ জাকির হোসেন, বিবেক দাস ও খোকন দাস। শক্তিগড় থানার নান্দুড়ে সুনীলের বাড়ি। বাকিদের বাড়ি বর্ধমান থানার বাজেপ্রতাপপুরের বিভিন্ন এলাকায়। ঘটনার বিষয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার স্বপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে আঁজিরবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে দুর্গাপুরের দিকে একটি নির্জন জায়গায় ১১-১২ জন জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই ৫ জনকে ধরে পুলিস। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, ১ রাউন্ড গুলি, লোহার রড, লাঠি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় দলটি সেখানে জড়ো হয়েছিল বলে পুলিসের অনুমান।

Exit mobile version