E Purba Bardhaman

তৃণমূল ছেড়ে ৫০ জন ছাত্রযুব বিজেপিতে

50 students and youth left Trinamool and joined BJP

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা ভোটের মুখে তৃণমূল ছাত্র পরিষদের প্রায় ৫০ জন ছাত্রযুব যোগ দিলেন বিজেপিতে। সোমবার বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা অফিসে তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা। অভিজিতবাবু জানিয়েছেন, এদিন বর্ধমান রাজ কলেজ তৃণমূল ছাত্রপরিষদ ইউনিটের প্রাক্তন সাধারণ সম্পাদক সূরজ ঘোষ ওরফে ভোলার নেতৃত্বে ৫০জন বিজেপিতে যোগ দিয়েছেন। আগামী কয়েকদিনে আরও বহুজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন বলেও জানিয়েছেন অভিজিতবাবু। এদিন সূরজ ঘোষ জানিয়েছেন, তৃণমূল ছাত্র পরিষদের বর্ধমান রাজ কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি। কিন্তু কোনো কাজ করতে দেওয়া হচ্ছিল না তাঁকে। তাই বাধ্য হয়েই সেই দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পেতে এবং মোদির হাত শক্ত করতেই তাঁরা প্রায় ৫০ জন এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও এব্যাপারে এদিন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ জানিয়েছেন, এদিন যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তৃণমূল ছাত্র পরিষদ থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছিল। তৃণমূল যাদের বর্জন করে বিজেপি তাদেরই অর্জন করে। তিনি জানিয়েছেন, এরফলে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। আর যাঁরা এদিন ছাত্র বলে বিজেপিতে যোগ দিয়েছেন, আদপেই তাঁরা ছাত্র কিনা সেটা দেখে নিক বিজেপি।

Exit mobile version