বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চুরির দাবি করে ৫২টি মোবাইল-সহ ২ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান জিআরপি। ধৃতদের নাম মহম্মদ আশরাফুল আলম ও মহম্মদ মণিরুল ইসলাম। মালদহ জেলার কালিয়াচক থানার পূর্ব মহাজনপাড়ায় আশরাফুলের বাড়ি। কালিয়াচক থানারই চাঁদপাড়ায় অপরজনের বাড়ি। জিআরপি সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে বর্ধমান রেল স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফের্মর ওভারব্রিজে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ওই দু’জনকে ধরা হয়। ধৃতদের কাছে থাকা ২টি ব্যাগ থেকে বিভিন্ন কোম্পানির ৫২টি মোবাইল উদ্ধার হয়েছে বলে জিআরপির দাবি। মোবাইলগুলিকে কোনও সিমকার্ড ছিল না। মোবাইল সংক্রান্ত বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় মোবাইল চুরির স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের চোরাই মোবাইল কেনাবেচায় জড়িত বলে জিআরপির দাবি। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আরও চোরাই মোবাইল উদ্ধার করতে এবং ঘটনায় বাকি জড়িতদের হদিশ পেতে ধৃতদের ৩ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় জিআরপি। দু’জনকে ২ দিন জিআরপি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম।