বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চূড়ান্ত হয়রানি ও অব্যবস্থার প্রতিবাদে সরব হলেন নির্বাচন দপ্তর নিযুক্ত মাইক্রো অবজারভাররা। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ছশো মাইক্রো অবজারভার মঙ্গলবার বর্ধমানের ইউআইটিতে বিক্ষোভে ফেটে পড়েন। এদিন তাঁরা অভিযোগ করেছেন, যেখানে জেলা প্রশাসন বা নির্বাচন কমিশন সকলকে ভোট দিতে বারে বারে আহ্বান জানিয়েছে। ব্যানার, পোস্টার, হোডিং, শর্ট ফিল্ম থেকে এ্যাপস বিভিন্ন ভাবে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে প্রশাসন বা কমিশন। তার জন্য কোটি কোটি টাকাও ব্যয় হয়েছে। অথচ খোদ তাঁরাই ভোটের কাজে নিযুক্ত থাকলেও তাঁরাই ভোট দিতে পারেন নি। তাঁদের জন্য পোস্টাল ভোট বা ইডি ভোটের ব্যবস্থা করা হয় নি। তাঁরা সপ্তদশ লোকসভা নির্বাচনে কেউই ভোট দিতে পারেন নি। তাঁরা ভোট প্রক্রিয়ায় যুক্ত থেকেও প্রশাসনিক গাফিলতির জেরে গণতান্ত্রিক অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে। তাঁদের জন্য পোস্টাল বা ইডি ভোটের ব্যবস্থা করতে পারে নি প্রশাসন।