E Purba Bardhaman

পূর্ব বর্ধমান জেলায় পালিত হল ৭৫ তম প্রজাতন্ত্র দিবস

75th Republic Day was celebrated in Purba Bardhaman district

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সমগ্র দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। শুক্রবার বর্ধমানের পুলিশ লাইন মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আমনদীপ। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। শ্রদ্ধার সাথে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী। এরপর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের তরফে কুচকাওয়াজে অংশ নেওয়া বিভিন্ন দলের অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এই দিনের কুচকাওয়াজে অংশগ্রহণ করেন জেলা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন বিভাগ, বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর, দমকল বিভাগ ও এনসিসি ইউনিট। এছাড়াও অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও। কুচকাওয়াজ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা বহু প্রথিতযশা শিল্পী ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সাধারণ মানুষেরও অংশগ্রহণ ছিল চোখে পরার মতো। এছাড়াও জেলার প্রতিটি থানার উদ্যোগে নিজ নিজ থানা প্রাঙ্গণে প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন করা হয়।
অন্যদিকে, বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি এণ্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। বিপ্লবী বটুকেশ্বর দত্তর জন্ম ভিটায় নির্মীয়মাণ পর্যটন কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করেন বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি এণ্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খণ্ডঘোষের বিডিও অভিক কুমার ব্যানার্জী। উপস্থিত ছিলেন খন্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতী সাঁতরা, উপপ্রধান সেখ হাসানু জামান, বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি এণ্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক মধুসূদন চন্দ্র প্রমুখ।
এর পাশাপাশি এদিন বিভিন্ন রাজনৈতিক দল, ক্লাব, সংস্থা, প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বাগবুল ইসলাম, মহম্মদ ইসমাইল, তন্ময় সিংহ রায়, আজিজুল হক মন্ডল, কৈলাশ পাসোয়ান, সুযিত বিশ্বাস প্রমুখ। প্রজাতন্ত্র দিবস পালন করা হয় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের কার্যালয়েও। পূর্ব বর্ধমান জেলা সিপিএই(এম)-এর পক্ষ থেকে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক সৈয়দ হোসেন। ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জি।
বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা কার্যালয়ে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি অভিজিৎ তা। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কার্যালয়ে প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রবীর গাঙ্গুলি।

Exit mobile version