ভাতার (পূর্ব বর্ধমান) :- রবিবার রাতে ভাতার থানার কুবাজপুরে একটি বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়েছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানগোবিন্দ অধিকারী এবং তাঁর আরও ৪ সঙ্গী। লাঠি, রড, টাঙি নিয়ে তাঁদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয় বলে অভিযোগ। রাতেই আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে মানগোবিন্দ অধিকারী সহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও দুজন তৃণমূল সমর্থককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি করা হয়। জানা গেছে, কুবাজপুরের এক আদিবাসী মহিলাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই একটি সমস্যা চলছিল। রবিবার রাতে তা মেটাতেই মানগোবিন্দ অধিকারী তাঁর অনুগামীদের নিয়ে সেখানে বৈঠক করতে যান। বৈঠক সেরে ফেরার পথে তাঁরা আক্রান্ত হন। হামলাকারীরা তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠীর অনুগামী বলে অভিযোগ ওঠে। যদিও, তৃণমূল কংগ্রেসের জেলা সংগঠনের পক্ষ থেকে গোষ্ঠীদ্বন্দের বিষয়টি অস্বীকার করা হয়েছে। এদিকে, এই ঘটনায় সোমবার সকাল থেকেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। কার্যত কুবাজপুরে অঘোষিত বন্ধ পালিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশী টহলদারী শুরু হয়। তৃণমূল নেতার ওপর আক্রমণের ঘটনায় পুলিশ ৮জনকে গ্রেপ্তার করেছে।