E Purba Bardhaman

আউশগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত ১, অসুস্থ ৮০

80 people have diarrhea. One person has died of diarrhea. At Ausgram

আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুজো মিটতে না মিটতেই ডায়রিয়ার আতংক ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি অঞ্চলে। কয়েকদিন আগেই জামালপুরের মশাগ্রামেও ডায়রিয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় মেডিকেল টিম গিয়ে মশাগ্রামের ওই এলাকায় দুটি টিউবওয়েল এবং একটু পুকুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারী করে। জামালপুরের পর এবার আউশগ্রাম ১-এর গুসকরা ২ গ্রাম পঞ্চায়েতের শিবদা বাগ্দী পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হলেন প্রায় ৮০জন। তাদের মধ্যে লক্ষ্ণণ বাগদি (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে পৌঁছে তাঁর মৃত্যু হয়। বাকি অসুস্থদের মধ্যে গুসকরার বননবগ্রাম হাসপাতাল এবং গুরুতর অসুস্থদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বননবগ্রাম হাসপাতালে প্রায় ৬০জনের এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২০ জনের চিকিত্সা চলছে। ল্থানীয় সূত্রে জানা গেছে, বাগদি পাড়ায় শনিবার রাত থেকেই ডায়েরিয়ায় আক্রান্ত হতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রবিবার সকালেই সেখানে মেডিকেল টিম হাজির হয়। হাজির হন পঞ্চায়েতের কর্তারাও। আউশগ্রাম ১-এর বিডিও চিত্তজিত বসু জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পুকুরের জল থেকেই রোগের প্রাদুর্ভাব ছড়িয়েছে। ওই পুকুরের জলে ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। দু’ সপ্তাহ ওই পুকুরের জল ব্যবহার না করার জন্য প্রচারও করা হয়েছে। আউশগ্রাম-১ এর ব্লক স্বাস্থ্য আধিকারিক ধীমান মন্ডল জানিয়েছেন, এলাকায় চিকিত্সকের একটি দল পাঠানো হয়েছে। চিকিৎসা শুরু করা হয়েছে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় স্বাস্থ্য দপ্তরের একটি শিবিরি এবং আউশগ্রামের দিগনগর ২ গ্রাম পঞ্চায়েত অফিসে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। এরই মাঝে অভিযোগ উঠেছে, এই গ্রামেই যে দুটি টিউবওয়েল রয়েছে সেখান থেকে নির্গত পানীয় জল আর্সেনিক প্রবণ। এব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবী উঠেছে।

Exit mobile version