E Purba Bardhaman

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় জন্ম নিল ৯ জোড়া যমজ সন্তান

9 sets of twins were born in 24 hours at Burdwan Medical College Hospital

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গত ২৪ ঘণ্টায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন মা জন্ম দিলেন ১৮ টি শিশুর। ৯ জোড়া যমজ শিশু। যার মধ্যে ১১ টিই কন্যা সন্তান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল জুড়ে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ধরনের ঘটনা এর আগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেনি। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও শিশুরা প্রত্যেকেই সুস্থ ও নিরাপদ রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, জন্ম নেওয়া ১৮ টি শিশুর মধ্যে ১১ টি কন্যা সন্তান ও বাকি ৭ টি পুত্র সন্তান। আপাতত প্রতিটি শিশু ও তাদের মায়েরা সবাই সুস্থ বলেই হাসপাতালের স্ত্রী এবং প্রসূতি বিভাগ সূত্রে জানানো হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার হাসপাতালের স্ত্রী এবং প্রসূতি বিভাগে এই নজিরবিহীন ঘটনা ঘটেছে। ৯ জন মা ২৪ ঘণ্টার মধ্যে যমজ শিশুর জন্ম দিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই শিশুদের মধ্যে ৫টি শিশুর ওজন সামান্য কম থাকায় তাদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাদের ‘নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট’ (এন আই সি ইউ)-এ রাখা হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, এর আগে গত আগস্ট মাসে মেডিকেল কলেজেই বিরল এবং জটিল অস্ত্রোপচারে জন্ম নেয় এক কন্যা সন্তান। তিনি জানিয়েছেন, হাসপাতালের এই ঘটনা প্রমাণ করল যে পরিষেবা নিয়ে আমরা কোন আপোষ করিনা। তিনি জানিয়েছেন, যমজ সন্তানের জন্ম দেওয়া ৯ জন মা এবং শিশুরা সুস্থ আছেন।

Exit mobile version