বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১৭ ডিসেম্বর থেকে বর্ধমানের বোরহাটে আনন্দ মার্গ প্রচারক সংঘের উদ্যোগে শুরু হয়েছে এডুকেশন ক্যাম্প। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। সোমবার বোরহাটে আনন্দ মার্গ স্কুলে সাংবাদিক বৈঠকে আনন্দমার্গের মহাসচিব আচার্য্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত জানিয়েছেন, ৫দিনের এই প্রশিক্ষণ শিবিরে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, ত্রিপুরা, বিহার, কর্ণাটক, ঝাড়খণ্ড, ওড়িশা প্রভৃতি রাজ্য থেকে প্রায় ৩০০ জন শিক্ষক অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন, এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য নব্যমানবতাবাদী শিক্ষা। এই শিক্ষা প্রশিক্ষণ শিবিরে শিশু মনস্তত্ত্ব, আধ্যাত্মিকতা, শ্রেণীকক্ষের নিয়ন্ত্রণ, মানবিকতা প্রভৃতি দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কেবলমাত্র মানুষই নয়, প্রকৃতি ও পরিবেশের সমস্ত কিছুকেই অন্তর থেকে ভালোবাসার শিক্ষাই প্রকৃতি মানববতাবাদের শিক্ষা। শোষণ ও কুসংস্কার মুক্ত হওয়াই প্রকৃত শিক্ষা। এই শিবিরে সেই প্রশিক্ষণই দেওয়া হচ্ছে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমানের এই স্কুলের অধ্যক্ষ আচার্য্য দেবাপ্রেমানন্দ, আগরতলার অধ্যক্ষ আচার্য্য কৃতাত্মানন্দা অবধূত, আনন্দমার্গের শিক্ষা সংক্রান্ত বিষয়ের প্রধান আচার্য্য তথাগতানন্দ অবধূত, দিল্লীর প্রধান আচার্য্য শুভাদীপানন্দ প্রমুখরা।