বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দুর্গাপুজো হোক আচারনিষ্ঠা মেনে, কিন্তু কোনো উৎসব নয়। এমনকি দুর্গা কার্নিভালও বাতিল করা হোক। রবিবার বর্ধমান লায়ন্স ক্লাবের সভাঘরে মানবী-অর্ধেক আকাশ এই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মুখোমুখি মানবী কনভেনশনে এই দাবিতেই সোচ্চার হলেন সবাই। রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্যা শিখা আদিত্য সরকার জানিয়েছেন, আর জি কর কাণ্ডের ঘটনায় তাঁরা আর ঘরের কোণে বসে থাকতে পারেননি। জুনিয়র ডাক্তাররা তাঁদের রাস্তায় বার করে এনে দিয়েছেন। বিবেকের তাড়নায় তাঁরা রাস্তায় নেমেছেন সুবিচার চাইতে, যাতে ভবিষ্যতে আর কোনো নারীর ওপর অত্যাচার না হয় – তার নিশ্চয়তার দাবিতেই তাঁরা লড়াই করছেন। তিনি জানিয়েছেন, দুর্গাপুজো আমাদের ট্রাডিশান। তা বন্ধ করা হবেনা। পুজো হোক আচার নিষ্ঠা মেনে। কিন্তু উৎসব নয়। কারণ তাঁরা ভারাক্রান্ত। তাঁরা উৎসবের আমেজে মেতে উঠতে পারছেন না। একইসঙ্গে তাঁরা চান এবছর দুর্গা কার্নিভাল বন্ধ করা হোক। তিনি জানিয়েছেন, ইতোমধ্যেই এই দাবিকে সামনে রেখে তাঁরা গণস্বাক্ষর অভিযান শুরু করেছেন। আগামী ৩ অক্টোবর তাঁরা পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে এই দাবিতে স্মারকলিপি দিতে চলেছেন। একইসঙ্গে সমস্ত পুজো কমিটি থেকে শুরু করে বিধায়ক, জনপ্রতিনিধিদের কাছেও আবেদন রাখছেন এবারের পরিস্থিতি কখনই উৎসব পালনের উপযুক্ত নয়, তাই উৎসব থেকে বিরত থাকুন। মাইক, ডিজে বাজিয়ে উল্লাস বন্ধ করুন।