E Purba Bardhaman

সমুদ্রগড়ে আয়োজিত হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিষয়ে আলোচনা সভা

A discussion meeting on food processing industry was organized in Samudragarh

পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- প্রস্তাবিত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো সমুদ্রগড় পঞ্চায়েতের নিমতলা কিষান মান্ডিতে। রবিবার আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী ১ এবং পূর্বস্থলী ২ ব্লকের বিস্তীর্ণ এলাকায় প্রচুর পরিমাণে পেয়ারা, কুল, টমেটো, আম, চাল, কুমড়ো-সহ বিভিন্ন ফসলের চাষ হয়। আর যা দিয়েই তৈরি হতে পারে জ্যাম জেলির মতন লাভজনক খাদ্য সামগ্রী। আর সেই ভাবনা থেকেই পাঁচটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একত্রিত করে এই ইউনিটের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বপন দেবনাথ। এদিন তিনি জানিয়েছেন, সমুদ্রগড় মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এই কাজের দায়িত্ব পেয়েছে, প্রথম পর্যায়ে ১৮ লাখ ১০ হাজার টাকা মনজুরও হয়েছে। এই প্রথম পর্যায়ে হবে প্রশিক্ষণ, দ্বিতীয় পর্যায়ে উৎপাদন এবং তৃতীয় পর্যায়ে বিপণনের ব্যবস্থা করা হবে। মূলত এলাকার মহিলাদের কর্মসংস্থানের জন্যই এই ভাবনা বলে এদিন জানিয়েছেন স্বপন দেবনাথ। এদিনের এই আলোচনা সভায় স্বপন দেবনাথ ছাড়াও হাজির ছিলেন পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পূর্বস্থলী ১ ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি, জেলা পরিষদের সদস্য আরতি খান-সহ অন্যান্যরা।

Exit mobile version