জামালপুর (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা বইমেলার দ্বিতীয় দিনে আয়োজিত হলো ‘দক্ষিণ দামোদরের সংস্কৃতি ও ইতিহাস’ শীর্ষক আলোচনাসভা। এদিনের এই আলোচনা সভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক-গবেষক ড. রমজান আলি, অধ্যাপক-গবেষক ড. সর্বজিৎ যশ, গবেষক সতীরঞ্জন আদক, প্রবীণ সাংবাদিক প্রবীর চট্টোপাধ্যায় ও বিধায়ক অলোক মাঝি। বৃহস্পতিবার থেকে জামালপুর নেতাজী অ্যাথলেটিক ক্লাবের মাঠে শুরু হয়েছে ৭ম পূর্ব বর্ধমান জেলা বইমেলা ২০২৩-২০২৪। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং লোকাল লাইব্রেরি অথরিটির পরিচালনায় এই বইমেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত। বই বিকিকিনির পাশাপাশি প্রতিদিনই থাকছে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলার উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সুনীতি মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, প্রাক্তন মেন্টর উজ্জ্বল প্রামানিক, সাংসদ সুনীল মন্ডল, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক কৃষ্ণেন্দু মণ্ডল, জামালপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর থানার ওসি নীতু সিং, জামালপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, জামালপুরের বিডিও পার্থসারথী দে প্রমুখরা। এই গ্রন্থমেলায় রয়েছে ৭০ টি স্টল।
বইমেলার দ্বিতীয় দিনে ‘দক্ষিণ দামোদরের সংস্কৃতি ও ইতিহাস’ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার সূত্রপাতে অধ্যাপক-গবেষক সর্বজিৎ যশ দক্ষিণ দামোদরের ঐতিহাসিক ও ভৌগোলিক অবস্থান এবং কৃষি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করেন। গবেষক রমজান আলি বলেন, রাঢ় সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ এই অঞ্চল। অস্ট্রিক অধ্যুষিত এই অঞ্চলের শ্রেষ্ঠ নদী দামুদর (< দামুরহুড়া), একে কেন্দ্র করেই গড়ে উঠেছে দামুদর সভ্যতা। মধ্যযুগের মঙ্গলকাব্যগুলিতে সংস্কৃতির যে বিবিধ রূপ ও বিস্তারিত পরিচয় পাওয়া যায় তা আজও সমান ভাবেই বিদ্যমান । সব থেকে বড় ব্যাপার এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু ভারত নয় গোটা পৃথিবীতে তুলে ধরার মতো। বিদ্যাসাগরের শিক্ষক মহাশয়ের পরিবারের উত্তরসূরি সাংবাদিক প্রবীর চট্টোপাধ্যায় পরিবারের-ঐতিহ্য অতীত নিয়ে স্মৃতিচারণা করেন। রতীরঞ্জন আদক মহাশয় জামালপুরের সাহিত্য চর্চার ইতিহাস তুলে ধরেন। বিধায়ক অলোক মাঝি সাহিত্য সংস্কৃতি চর্চা ও পর্যটনে দক্ষিণ দামোদরকে নিয়ে আগামী দিনে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অন্যদিকে, বর্ধমান বইমেলার অন্যতম উদ্যোক্তা প্রবীর চট্টোপাধ্যায় জানিয়েছেন, বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত ৪৬ তম বর্ধমান বইমেলা এবার ১৬ ফেব্রুয়ারি থেকে বর্ধমান শহরের শাঁখারীপুকুর উৎসব ময়দানে শুরু হবে, চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।