E Purba Bardhaman

সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জিআরপি কনষ্টেবল

A GRP constable committed suicide by firing from his service revolver

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চলন্ত ট্রেনের মধ্যে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক জিআরপি কনস্টেবল। আত্মঘাতী কনস্টেবলের নাম শুভংকর সাধুখাঁ (৪৪)। বর্ধমানের বড়নীলপুরে তার বাড়ি। এসআরপি হাওড়া (জিআরপি) পঙ্কজ দ্বিবেদী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা নাগাদ আপ হাওড়া-বর্ধমান শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় ডিউটি করার সময় পালসিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন শুভংকর সাধুখাঁ। পঙ্কজবাবু জানিয়েছেন, ওই কনস্টেবলের মোবাইলে একটি ফোন আসে। তারপরই সে গুলি চালিয়ে আত্মঘাতী হন। শুভংকর সাধুখাঁ বর্ধমান জিআরপিতে পোস্টিং ছিলেন। মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে অনুমান পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন। এব্যাপারে মৃতের মা আরতি সাধু খাঁ দাবি করেছেন, তাঁর ছেলে আত্মঘাতী হয়েছেন বৌমার জন্য। বিয়ের পর থেকেই স্ত্রী ও শাশুড়ি তাঁর ছেলেকে অত্যাচার করতো। তার জন্যই ছেলে আত্মঘাতী হয়েছেন। একই দাবি করেছেন প্রতিবেশীরা। প্রতিবেশী বেবি দাস জানিয়েছেন, বছর দশেক আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী, শাশুড়ি ও শালা অত্যাচার করে। শুভংকর খুব ভালো ছেলে ছিল। বৌয়ের ভয়ে মায়ের সঙ্গে সম্পর্ক রাখতো না। প্রতিবেশী বাসন্তী দাস জানিয়েছেন, বৌয়ের চাপে শুভংকর বাড়ি ভাড়া নিয়ে অন্যত্র চলে যায়। শুভঙ্কররা দু’ভাই। বড় দাদার দোকান আছে। তাই বাবার মৃত্যুর পর মা ও দাদা শুভঙ্করকে চাকরি ছেড়ে দেয়। ঘটনার বিষয়ে শুভঙ্করের স্ত্রী ও শ্বশুরবাড়ির পক্ষে কারও বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version