E Purba Bardhaman

রাইস প্রো-টেক এক্সপোর মালপত্র সরানোর সময় ক্রেনের চাকায় মৃত্যু, চাঞ্চল্য

Again there is a stir in Burdwan town around the missing poster in the name of Trinamool Congress councillor.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবারই বর্ধমানের আলমগঞ্জের কল্পতরু মাঠে শেষ হয়েছে তিনদিন ব্যাপী জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের ২৪ তম ন্যাশনাল রাইস প্রো-টেক এক্সপো। আর সোমবার থেকে শুরু হয়েছে মেলার ছাউনি খোলার কাজ। আর সোমবার দুপুরে মেলার মাঠেই ক্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম ফাল্গুনী চ্যাটার্জী (৩২)। বাড়ি গুসকরায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানের কল্পতরু মাঠে ন্যাশনাল রাইস প্রো-টেক এক্সপো ২০২২ মেলা শেষ হওয়ার পর সোমবার সকাল থেকেই মেলার মালপত্র ক্রেনের সাহায্যে গাড়িতে লোড এর কাজ চলছিল। মাঠেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন মেলাতে অংশগ্রহনকারী কৃষিজ যন্ত্রাংশ তৈরী সংস্থার কর্মচারী ফাল্গুনী চ্যাটার্জী। সেই সময় ক্রেনটি তাকে ধাক্কা মারলে তিনি পড়ে যান এবং ঘটনাস্থলেই ক্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান হাসপাতালে। অন্যদিকে এই ঘটনায়  বর্ধমান জেলা রাইস মিল এ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানিয়েছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। খবর পেয়েই এই মেলার বরাতকারী সংস্থার প্রধান সুরিন্দর গুপ্তকে গোটা বিষয়টি জানানো হয়েছে।

Exit mobile version