বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের আলিশা এলাকায় একটি ফলের দোকান থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম শীতল মাহাত(৪৫)। বর্ধমান শহরের বাদামতলা এলাকায় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় দোকানে মাফলার দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান দোকানের অন্য কর্মীরা। মাফলার কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তবে, কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা পরিষ্কারভাবে জানাতে পারেননি পরিবারের লোকজন।