বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামীকাল বৃহস্পতিবার বর্ধমানের খন্ডঘোষ থানার উখরিদে বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। উখরিদ কলেজ সংলগ্ন মাঠে দুপুর ১ টা নাগাদ এই সভা হওয়ার কথা। স্থানীয় তৃণমুল নের্তৃত্বের দাবী তীব্র রোদ উপেক্ষা করেও প্রায় ৫০ হাজার লোক সমাগম হবে এই সভায়। রবিবার রাতেই খন্ডঘোষের আলিপুরে খুন হয়েছেন কামরুল সেখ। কামরুলের রাজনৈতিক পরিচয় নিয়ে চলছে টালবাহানাও। মৃতের পরিবারের দাবী কামরুল সেখ তৃণমূল করতেন। অন্যদিকে তৃণমুলের একাংশের পাশাপাশি সিপিএমের দাবী কামরুল সিপিএমের কর্মী ছিলেন। মৃত কামরুলের রাজনৈতিক পরিচয়ের এই দড়ি টানাটানির মাঝেই অভিষেকের সভা নিয়ে তাই বাড়তি সতর্কতার সংগে তিনি কি বলেন তার দিকেই তাকিয়ে খন্ডঘোষের মানুষ। এদিকে, আগামী রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার ভোট। বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত খণ্ডঘোষ বিধানসভাতেও তাই ভোট। আর খণ্ডঘোষ বিধানসভার এই ভোট নিয়েই এবার রীতিমত যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বুধবার বর্ধমান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কমাণ্ডাণ্টরাও।