মেমারী (পূর্ব বর্ধমান) :- রবিবার ভোরে দুধ ও ডিম বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল মেমারীর দুর্গাডাঙা এলাকায়। এই ঘটনায় দুই গাড়ির চালক আহত হয়েছেন। প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটতে থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে মেমারী থানার দুর্গাডাঙ্গা এলাকায় দুধের ট্যাঙ্কার ও বোলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে ভোর সাড়ে তিনটে নাগাদ। মেমারীর দিক থেকে আসা একটি ১২ চাকা দুধের ট্যাংকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ডিম বোঝাই পিক-আপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। অপরদিকে দুধের ট্যাংকারের তেমন কোন ক্ষতি না হলেও, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারী থানার পুলিশ। গাড়ি দু’টিকে রিকভারী ভ্যানের সাহায্যে তুলে নিয়ে যাওয়া হয়। একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটায় এলাকার বাসিন্দারা রাস্তায় স্পিডব্রেকার লাগানোর দাবি জানিয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই এই এলাকায় দুর্ঘটনার জেরে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধও করেন।