E Purba Bardhaman

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে রেনেসাঁ টাউনশিপে আয়োজিত হলো মিনি ম্যারাথন

A mini marathon was organized in Renaissance Township on the occasion of World Cancer Day

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে উদ্‌যাপিত হলো বিশ্ব ক্যানসার দিবস। রবিবার রেনেসাঁ টাউনশিপে আয়োজিত এই অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল বর্ধমান রেনেসাঁ টাউনশিপ সিটিজেনস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং লায়ন্স ক্লাব অফ বর্ধমান ক্যান্সার কেয়ার। বিশ্ব ক্যানসার দিবস তথা বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষ্যে এদিন মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। এছাড়াও সারভাইকাল ক্যান্সার ভ্যাকসিন এবং নিয়মিত ক্যান্সার স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সচেতনতা শিবিরের আয়জন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের কর্ণধার দেবনারায়ন দত্ত, সিএমওএইচ ১ দপ্তরের এপিডেমলজিস্ট ডাক্তার অর্পিতা হাজরা, জেলা যক্ষ্মা আধিকারিক অভিষেক রায়, বর্ধমান রেনেসাঁ টাউনশিপ সিটিজেনস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়রঞ্জন সেন, গোলাম মহম্মদ, শুভদীপ চক্রবর্তী, হর্ষ ঘোষ প্রমুখ। জয়রঞ্জন সেন জানিয়েছেন, বিশ্ব ক্যান্সার দিবসে ‘ক্যান্সার বিজয়ীদের’ জয়কে উদ্‌যাপিত করার পাশাপাশি এই রোগের বিষয়ে মানুষজনকে সচেতন করতেই তাঁদের এই উদ্যোগ। দেবনারায়ন দত্ত জানিয়েছেন, নিয়মিত ক্যান্সার স্ক্রিনিং এবং তিন সপ্তাহ ধরে শরীরে কোনও কিছু অসুবিধা অনুভব করলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। প্রাথমিক স্তর থেকেই চিকিৎসার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়।

Exit mobile version