বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়েই চলছে বিশ্বব্যাঙ্কের অর্থানুকূল্যে ডিভিসির সেচখালগুলির পুরোদমে সংস্কারের কাজ। আর এই কাজ করতে গিয়ে বিশাল বিশাল গাছকে উপড়ে ফেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের চৈত্রপুর গ্রামে। বৃহস্পতিবার বনদপ্তরকে না জানিয়েই এভাবে গাছ তুলে ফেলার ঘটনা নজরে আসতেই বনদপ্তর বন্ধ করে দিল কাজ। একইসঙ্গে আটক করা হয়েছে গাছ উপড়ে ফেলার কাজে নিয়োজিত একটি জেসিপি মেশিনকেও। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার কর্মীরা জানিয়েছেন, তাঁরা সেচখালের বাঁধের কাজ করতে গিয়ে মাটি কাটার সময় গাছগুলি পড়ে যায়। তাঁরা কোনো গাছ উপড়ে ফেলেননি। গাছগুলিকে সরিয়ে রাখা হয়েছে মাত্র। এদিকে, অভিযোগ উঠেছে বনদপ্তরকে না জানিয়েই ওই গাছগুলিকে উপড়ে ফেলে তা বিক্রির চেষ্টা হচ্ছিল। বিষয়টি জানতে পেরেই চৈত্রপুর সংলগ্ন বনদপ্তরের রেঞ্জারকে ঘটনাস্থলে পাঠানো হয়। বনদপ্তরের আধিকারিকরা সরজমিনে গোটা বিষয়টি দেখেই কাজ বন্ধ করার নির্দেশ দেন।