E Purba Bardhaman

জামাইবাবুর হয়ে আদালতে প্রক্সি দিতে এসে গ্রেফতার শ্যালক

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জামাইবাবুর হয়ে আদালতে হাজিরা দিতে এসে ধরা পড়ে গেল এক যুবক। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেমারির কালিবেলের বাসিন্দা অর্জুন বাগচি ওরফে ভীমের বিরুদ্ধে এলাকায় অশান্তি ও গণ্ডগোল পাকাতে পারে এই ধারায় (১০৭ সিআরপিসি) মামলা রুজু করে পুলিশ। অভিযোগটি বর্ধমানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দেওয়া হয়। আইন অনুযায়ী, এলাকায় গণ্ডগোল পাকানোয় কোনও ভাবেই যুক্ত থাকব না এমন স্বীকারোক্তিমূলক বন্ড জমা দিতে হয় অভিযুক্তকে। বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার কথা ছিল ভীমের। কিন্তু, সে হাজির হয়নি। তার হয়ে হাজির হয় শ্যালক অজিত বিশ্বাস। মেমারি থানার বাগিলায় তার বাড়ি। বন্ড জমা পড়ার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার কাছে নাম ও বাবার নাম জানতে চান। ভীমের হয়ে অজিত নাম বলায় ঠিকঠাক প্রক্সি দিলেও বাবার নাম ভুল বলে। এতে ম্যাজিস্ট্রেটের সন্দেহ হয়। তিনি অজিতকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে অজিত সত্যি কথা বলে ফেলে। জামাইবাবুর হয়ে আদালতে সে প্রক্সি দিতে এসেছিল বলে স্বীকার করে সে। আইনজীবীর পরামর্শেই সে এ ধরণের কাজ করেছে বলে সকলের সামনে কবুল করে অজিত। এরপরই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুদ্ধদেব দাস ঘটনার কথা জানিয়ে বর্ধমান থানার আইসির কাছে অভিযোগ দায়ের করেন। সন্ধ্যায় বর্ধমান থানার পুলিশ তাকে আদালত থেকে ধরে নিয়ে যায়। ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায়।

Exit mobile version