E Purba Bardhaman

ক্লিওপেট্রার উদ্যোগে বর্ধমানে আয়োজিত হল মহিলাদের আত্মবিকাশের প্রতিযোগিতা

A platform for women's self-development is organized in Burdwan under the initiative of Cleopatra

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সুন্দর সমাজ, সুন্দর সংসার তৈরী হতে গেলে সবার আগে বৃদ্ধ নিবাসগুলোকে বন্ধ করে দিতে হবে। দাদু-দিদিমা, ঠাকুর্দা-ঠাকুমারা আমাদের সঙ্গেই থাকবেন। তবেই সুন্দর সমাজ আর সংসার গড়ে উঠতে পারে। রবিবার বর্ধমান লায়ন্স ক্লাবে ক্লিওপেট্রা সংস্থার উদ্যোগে আয়োজিত মহিলাদের আত্মবিকাশ প্রতিযোগিতায় এভাবেই রীতিমত বিচারকদের চমকে দিয়ে গেলেন দুর্গাপুরের এক গৃহবধু। আবার কেউ কেউ বললেন, ইংরাজী শিখতেই হবে, তবে মাতৃভাষাকে ভুলে কখনও না। ইংরাজীর সঙ্গে বাংলাকেও সমানভাবে শিখতে হবে। রবিবার লায়ন্স ক্লাবে খ্যাতনামা বিউটিশিয়ান সুহিরা ব্যানার্জ্জী এবং ইন্ডি রয়্যাল মিস মিসেস ইন্ডিয়া ২০২২ ফাইনালিস্ট মৌ মিত্র বিশ্বাস ‘ক্লিওপেট্রা’-র উদ্যোগে আয়োজন করেছিলেন মহিলাদের আত্মবিকাশের জন্য একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৮ জন মহিলা এখানে অংশ নিলেন। সুহিরা ব্যানার্জ্জী জানিয়েছেন, কেবল সংসার নয়, সংসারের পাশাপাশি প্রত্যেক মহিলার অন্তরে কিছু গুণ লুকিয়ে থাকে। কখনও কখনও সংসারের চাপে সেগুলি প্রস্ফুটিত হতে পারে না। তাঁরা চেষ্টা করলেন সেইগুণগুলিকে বাইরে প্রকাশ করতে। এদিন মৌ মিত্র বিশ্বাস জানিয়েছেন, এখান থেকে যাঁরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে তাঁদের ন‌্যাশনাল কমপিটিশনে পাঠানো হবে।

Exit mobile version