বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তীব্র গরমের জেরে ভোটের ডিউটি করতে এসে আচমকাই মৃত্যু হল এক মহিলা পুলিশ কর্মীর। মৃতের নাম মনানী চক্রবর্তী (৪৩)। বাড়ি কোচবিহারের পটাতোর ঘোলাবাগান এলাকায়। তিনি লেডি ডেপুটি জেনারেল কমাণ্ডাণ্ট হিসাবে কর্মরত ছিলেন। ভোটের ডিউটি করতে তিনি বর্ধমানের আউশগ্রামে এসেছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার ভোটের ডিউটি করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে প্রথম গুসকরা স্বাস্থ্যকেন্দ্র এবং ওইদিন রাতেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনুমান তীব্র গরমের জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অপরদিকে, সোমবার ভোটের ডিউটি করার সময় বর্ধমান শহরের সাহাচেতন এলাকায় একটি বুথে অসুস্থ হয়ে পড়েন দার্জিলিং থেকে আগত এক পুলিশকর্মী। দলবাহাদুর ছেত্রী নামে ওই পুলিশকর্মীকে সোমবারই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়। কয়েকঘণ্টা হাসপাতালের অবজারভেশনে রাখার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু তিনি ফের বুধবার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ফের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি পেটের সমস্যায় ভুগছিলেন।