বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের লাকুর্ডি এলাকায় লটারি করে এক স্কুলছাত্রী আত্মঘাতী হয়েছে। শনিবার বিকেলে রান্নাঘরে বাঁশের কাঠামোয় নিজেরই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি ওড়না কেটে নামিয়ে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতার নাম রানি দে (১৫)। সে শহরের ভারতী বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে সে মানসিক রোগে ভুগছিল। তার চিকিৎসাও চলছিল। কিছুদিন পর চিকিৎসার জন্য তাকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পরিবারের। কিন্তু, রোগ নিয়ে সে চিন্তিত ছিল। আত্মহত্যার আগে সে নিজে লটারি করে। তার একটিতে লেখা ছিল মৃত্যু, অপরটিতে বাঁচা। লটারিতে মৃত্যু ওঠার পর সে আত্মহত্যার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়। এরপর সে টয়লেটে যায়। সেখান থেকে সে ফিরে রান্নাঘরে ঢুকে ঝুলে পড়ে। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানা। মানসিক অবসাদে সে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। একটি সুসাইডাল নোটও মিলেছে তার কাছ থেকে।