বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ঘুড়ি ওড়াতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে এক স্কুল ছাত্র। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার হদিশ পাচ্ছেন না পরিবারের লোকজন। তাকে খুঁজে পেতে পুলিসের দ্বারস্থ হয়েছে পরিবার। নিখোঁজ হওয়ার বিষয়টি লিখিতভাবে বর্ধমান থানায় জানানো হয়েছে। এনিয়ে তদন্তে নেমেছে বর্ধমান থানা। পরিবারের লোকজনের বয়ান নথিভুক্ত করেছে পুলিস। বিভিন্ন জায়গায় খবরও পাঠানো হয়েছে পুলিসের তরফে। থানার এক অফিসার বলেন, শিশুটিকে খুঁজে পেতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের রাজগঞ্জ এলাকায় বছর বারোর রোহিত দাস বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ঘুড়ি ওড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ পাওয়া যাচ্ছে না। সে শহরের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। শিশুটিকে খুঁজে পেতে হন্যে হয়ে ঘুরছেন পরিবারের লোকজন। শিশুটির মা রাজশ্রী দাস বলেন, ছেলে ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে। ঘটনার দিন বাড়ির কাছে মাঠে ঘুড়ি ওড়াতে যাচ্ছি বলে বের হয়। তারপর থেকে ছেলেকে খুঁজে পাচ্ছি না। বিষয়টি পুলিসকে জানিয়েছি। শহরের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানো হয়েছে। সামাজিক মাধ্যমেও এনিয়ে প্রচার চালানো হচ্ছে।