Site icon E Purba Bardhaman

মোমো গেম খেলার মেসেজ পাঠিয়ে গ্রেপ্তার ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র

A student arrested by sending a WhatsApp message for playing Momo challenge game on mobile

কাটোয়া (পূর্ব বর্ধমান) :- মোমো গেম নিয়ে গোটা রাজ্য জুড়ে চলতে থাকা ভয়াবহ ঘটনার মাঝে বৃহস্পতিবার কাটোয়া থানার পুলিশ গ্রেপ্তার করল ইঞ্জিনিয়ারিংএর দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে। ধৃতের নাম অরিন্দম পাত্র। বাড়ি কেতুগ্রামের শ্রীগ্রামে। পুলিশ সূত্রে জানা গেছেকয়েকদিন আগে কাটোয়ার একটি কলেজ পড়ুয়ার মোবাইলে মোমো গেম খেলার মেসেজ আসে। এরপর ওই ছাত্রটি গোটা বিষয়টি কাটোয়া থানায় লিখিতভাবে জানান। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। এরপরই ওই ছাত্রটিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে ৪১৯৫০১ এবং আই টি এ্যাক্টে মামলা দায়ের করেছে পুলিশ। কাটোয়া পুলিশ সূত্রে জানা গেছেধৃত ছাত্র ইণ্টারনেট থেকে কারিগরী কৌশলের মাধ্যমে নিজের পরিচয় গোপন করে একটি নকল নাম্বার তৈরী করে সেখান থেকেই এই মোমো গেমের মেসেজ পাঠাত সে। তবে কি কারণে সে এই মেসেজ পাঠাতো সে ব্যাপারে পুলিশ তদন্ত করে দেখছে। যদিও এদিন আদালতে তোলা হলেও তাকে পুলিশী হেফাজতে নেওয়া হয়নি। 

Exit mobile version