বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের গণপিটুনির শিকার হল এক কিশোর। চোর সন্দেহে তাকে বেঁধে বেধড়ক লোহার রড দিয়ে মারার অভিযোগ উঠল এক ব্যবসায়ী ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ গুরুতর জখম কিশোরকে উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল বর্ধমানের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার অফিসের ঢিল ছোঁড়া দূরত্বে কোর্ট কম্পাউণ্ডের হকার্স মার্কেট এলাকায়।