বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান ১ ব্লকের বিদ্যাসাগর স্কুল প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হ’ল ‘বাংলা মোদের গর্ব’ শীর্ষক তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী। বর্ধমান ১ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য্য জানিয়েছেন, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিনই থাকছে জেলার এবং বাইরের শিল্পীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যায় কলকাতার নামী শিল্পীদের নিয়ে থাকছে সঙ্গীতানুষ্ঠান। এছাড়াও থাকছে জেলার লোকশিল্পীদের নিয়ে ছৌ নৃত্য, রণ-পা, আদিবাসী নৃত্য, রায়বেশে, বাউল-সহ অন্যান্য লোক আঙ্গিকের অনুষ্ঠান। শুক্রবার এই মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, মেমারীর বিধায়ক মধূসূদন ভট্টাচার্য্য, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বিডিএ-র চেয়ারম্যান কাকলী তা গুপ্ত, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল প্রমুখেরা।