বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে তিনদিন ব্যাপী ‘গীতিকাব্য’ বিষয়ক জেলাস্তরের সংগীত কর্মশালার আয়োজন করল পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বর্ধমান এগ্রিকালচার ফার্মের ইটিসি ভবনে তিনদিনের এই কর্মশালা শুরু হয়েছে। জেলার প্রায় ৩৫ জন উঠতি শিল্পী সংগীত কর্মশালায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশংকর মণ্ডল। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমির উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে এই তিনদিন উপস্থিত থাকছেন বিশিষ্ট সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র। রামশংকর মণ্ডল জানিয়েছেন, ভবিষ্যৎ শিল্পীরা যাতে আরও সুচারুভাবে এই সংগীতকে আত্মস্থ করতে পারেন তার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের আরও উন্নত করতে পারবেন।