E Purba Bardhaman

গরম দুধে পড়ে গিয়ে তিন বছরের শিশুকন্যার মৃত্যু

A three-year-old girl has died after being burned after falling into hot milk

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নদীয়া জেলার কালিয়াগঞ্জ থানার কুঠুরিয়ায় গরম দুধে পড়ে গিয়ে দগ্ধ হয়ে তিন বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মৃতার নাম মিষ্টু ঘোষ। দিনকয়েক আগে ঘরে খেলা করার সময় গরম দুধে সে পড়ে যায়। তাতে সে দগ্ধ হয়। তাকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার ভোরে সে মারা যায়।

Exit mobile version