E Purba Bardhaman

অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়াতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পদযাত্রা

A walk was held to raise awareness about organ donation in Burdwan Medical College and Hospital

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চিকিৎসাবিজ্ঞানের উন্নতি ও সেই সঙ্গে অঙ্গদান সম্পর্কে মানুষের মধ্যে আরও বেশী সচেতনতা বাড়াতে এসওটিটিও এবং বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে করা হল পদযাত্রা। শনিবার বর্ধমান মেডিকেল কলেজ থেকে বর্ধমান হাসপাতাল চত্বর পর্যন্ত এই পদযাত্রা করা হয়। বিলি করা হল লিফলেট ও বারকোড। শপথ নিচ্ছি অঙ্গদানের, জ্বলুক প্রদীপ সবার প্রাণে! -এই বার্তাকে সামনে রেখে বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে এবং রাজ্য অঙ্গ এবং টিস্যু ট্রান্সপ্লান্ট সংস্থার উদ্যোগে শনিবার আয়োজিত এই পদযাত্রার পা মেলান বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমি ব্যানার্জী-সহ চিকিৎসক, নার্স, ছাত্রছাত্রী এবং কর্মচারীরাও। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমি ব্যানার্জী জানিয়েছেন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে বর্তমানে একজনের অঙ্গদানের মধ্য দিয়ে একাধিক মানুষের জীবন বাঁচানো সম্ভব হচ্ছে। এমতাবস্থায় রক্তদানের মতো অঙ্গদান সম্পর্কে মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বাড়াতেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। কীভাবে অঙ্গদান করবেন তা জানাতে যেমন লিফলেট বিলি করা হয়েছে তেমনই একটি “বারকোড” দেওয়া হয়েছে। যে বারকোডের মাধ্যমে অঙ্গদানে ইচ্ছুক ব্যক্তিরা সহজেই ফর্ম ডাউনলোড করতে পারবেন।

Exit mobile version