বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা দেখা দিল বর্ধমানের তালিত রেল গেট মাঝিপাড়া এলাকায়। শুক্রবার সকালে পূজা হাঁসদা ওরফে ফুলমণি নামে এক অবিবাহিত মহিলা এনএইচ ২বি বর্ধমান-সিউড়ি রোডে হেঁটে কাঠ কুড়িয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় পুলিশের গোয়েন্দা দপ্তরের একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে তালিত রেলগেটের দিকে অন্য একটি লরিকে অতিক্রম করতে গিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পূজা হাঁসদাকে সজোরে ধাক্কা মারে। বেশ কয়েকফুট ছিটকে পড়েন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে এবং ঘাতক পুলিশের গাড়ি চালককে আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে দেওয়ানদিঘী থানার পুলিশ বাহিনী পৌঁছে ওই চালককে উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান থানায়। আশঙ্কাজনক অবস্থায় পূজা হাঁসদা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বর্ধমান হাসপাতালে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট রয়েছে।