E Purba Bardhaman

সরকারি বাসে যাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত

প্রতীকি চিত্র।

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সরকারি বাসে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম শেখ মহম্মদ শরিফ। মঙ্গলকোট থানার পূর্ব গোপালপুরে তার বাড়ি। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে মঙ্গলবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা। পুলিশ জানিয়েছে, কলকাতার বিধাননগর থানার কেষ্টপুরে মাঝেরপাড়ায় ওই মহিলার বাড়ি। রবিবার তিনি সরকারি বাসে বিধাননগর থেকে বর্ধমানে আসছিলেন। তার পিছনের সিটেই বসেছিল শরিফ। সে মহিলাকে দীর্ঘক্ষণ উত্যক্ত করে। এমনকি মহিলার শ্লীলতাহানিও করে। মহিলা তাকে নিষেধ করলেও সে শারীরিকভাবে উত্যক্ত করা চালিয়ে যায়। মহিলা বাসের কন্ডাক্টরকে বিষয়টি জানান। মহিলার অভিযোগ, জানানোর পরও কন্ডাক্টর কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে কন্ডাক্টরকে জানানোয় শরিফ তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। কন্ডাক্টর ব্যবস্থা না নেওয়ায় মহিলা ১০০ ডায়ালে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। বর্ধমান থানার উল্লাস মোড়ে বাসটি পৌছালে পুলিশ শরিফকে সেখান থেকে ধরে থানায় নিয়ে আসে। মহিলা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

Exit mobile version