গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কুলটি (পশ্চিম বর্ধমান) :- ফেসবুকে মহিলার নাম ব্যবহার করে ভুয়ো প্রোফাইল খুলে কুলটির কল্যাণেশ্বরীর যুবতীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তার ছবি পোস্ট করছে এক যুবক। ঘটনার বিষয়ে আসানসোলের সাইবার থানায় অভিযোগ দায়ের করেছে যুবতীর বাবা। তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। কিন্তু, অভিযুক্ত এখনও ধরা পড়েনি। অ্যাকাউন্টটি বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে সাইবার থানার তরফে চিঠি দেওয়া হয়েছে। যদিও অ্যাকাউন্টটি এখনও বন্ধ হয়নি। সেটি ব্যবহার করে যুবতীর নামে অশালীন মন্তব্য করা হচ্ছে। অভিযোগ জানানোয় যুবতী ও তাঁর পরিবারকে গালিগালাজ করা হচ্ছে। এমনকি হুমকিও দেওয়া হচ্ছে। অভিযুক্ত ধরা না পড়ায় আতঙ্কিত যুবতী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত হাওড়ার আমতা থানার পশ্চিম গাজিপুরের যুবক মিন্টু কপাট আগাম জামিনের আবেদন করে। গত সোমবার সেই আবেদনের শুনানি হয়। অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন জেলা জজ কেশাং ডোমা ভুটিয়া।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে এক মহিলার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বন্ধুত্ব তৈরির জন্য প্রস্তাব আসে যুবতীর কাছে। যুবতী তা গ্রহণ করেন। কিছুদিন পর যুবতী জানতে পারেন, অ্যাকাউন্টটি ভুয়ো। পরিচয় গোপন করে অ্যাকাউন্টটি খোলা হয়েছে। মহিলার নাম ব্যবহার করে কোনও যুবক অ্যাকাউন্টটি খুলেছে। বিষয়টি জানতে পেরে যুবতী সম্পর্ক ত্যাগ করেন (আনফ্রেন্ড)। এরপর যুবতীর প্রতিবেশী ও বন্ধুদের অ্যাকাউন্টে নিজেকে ট্যাগ করে নানা আপত্তিকর ছবি পোস্ট করতে থাকে অভিযুক্ত। যুবতীকে নানাভাবে বিরক্ত করা হয়। ফোনে তাঁকে অশ্লীল কথা বলা হয়। এমনকি নানা অশ্লীল ছবি অ্যাকাউন্টটি থেকে পাঠানো হয়। বাধ্য হয়ে যুবতীর বাবা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে অ্যাকাউন্টটি মিন্টু চালায় বলে জানতে পারেন পুলিসের সাইবার বিশেষজ্ঞরা। তাকে তদন্তের প্রয়োজনে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠায় পুলিস। যদিও সে থানায় আসেনি। যুবতীর অভিযোগ, এখনও অ্যাকাউন্টটি চালু রয়েছে। সেখান থেকে নানা অশ্লীল ছবি পোস্ট হচ্ছে।