E Purba Bardhaman

অপহরণকারী সন্দেহে এবার মেমারীতে এক যুবককে বেধড়ক পেটানো হলো, গ্রেফতার ৩

A young man was beaten up in memari on suspicion of being a kidnapper, 3 were arrested

মেমারী (পূর্ব বর্ধমান) :- অপহরণকারী সন্দেহে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতদের নাম সুমন্ত মল্ল, সোমনাথ সাঁতরা ও অনিরুদ্ধ ঘোষ। শক্তিগড় থানার সামন্তীতে সোমনাথের বাড়ি। বাকিদের বাড়ি মেমারি থানার কুচুটের মাঝেরপাড়ায়। সোমবার ভোররাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৯ জুন ধৃতদের ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম।
পুলিস জানিয়েছে, হুগলির দাদপুর থানা এলাকার বাসিন্দা খোকন রায় শনিবার কুচুট গ্রামের পশ্চিমপাড়ায় সুরজিৎ রায়ের বাড়িতে বেড়াতে আসেন। পরেরদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তিনি কুচুটে মেলা দেখতে যান। মেলাতলায় অপহরণকারী সন্দেহ করে ৫০-৬০ জন তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে লাঠি, রড প্রভৃতি দিয়ে বেধড়ক পেটানো হয়। এমনকি মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। আঘাতে মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজন উদ্ধার করে তাঁকে পাহাড়হাটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খোকন নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, মেলায় এক শিশু নিখোঁজ হয়েছে বলে খবর রটে, যদিও ওই শিশু নিজের বাড়িতেই ছিল। আর এর পরেই খোকন রায়কে ছেলেধরা সন্দেহ করে মারধর শুরু করা হয়। উল্লেখ্য, রাজ্যে গত কয়েকদিনে ছেলেধরা সন্দেহে এই মারধর তথা গণপিটুনির ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Exit mobile version