E Purba Bardhaman

গলায় কই মাছ আটকে মৃত্যু যুবকের

A youth died with a Climbing Perch Fish stuck in his throat

জামালপুর (পূর্ব বর্ধমান) :- গলায় কই মাছ আটকে মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের তেলে গ্রামে। মৃতের নাম সাগর রায় (৩৫)। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বর্ধমান থেকে বাড়ি ফিরছিলেন সাগর। জৌগ্রাম স্টেশনে রাত ৮ টার ট্রেন থেকে নামার পর তাঁরা স্বামী-স্ত্রী দুজনে হেঁটে তেলে গ্রামে ফিরছিলেন। বৃষ্টি হওয়ায় রাস্তায় কই মাছ উঠে পরে। সাগর রায় প্রথমে দুই হাতে দুটি কই মাছ ধরেন। পরে রাস্তায় আরেকটি কই মাছ দেখতে পেলে হাতে থাকা একটি মাছকে মুখে রেখে রাস্তার মাছটি ধরেন। অসাবধানতাবশত মুখের মাছটি গলায় চলে যায়। তড়িঘড়ি তাঁকে জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তবুও তাকে বাঁচানো যায়নি। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে মারা যান সাগর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জামালপুর থানা সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির বাড়ি পান্ডুয়া থানা এলাকায়। জৌগ্রামের তেলে গ্রামে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন।

Exit mobile version