E Purba Bardhaman

অনলাইন সেক্সটরশনের শিকার রাধানগর পাড়ার যুবক, বর্ধমান থানায় অভিযোগ দায়ের

A youth from Radhanagarpara in Burdwan town has been victimized by online sextortion

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সেক্সটরশনের শিকার হয়েছেন বর্ধমান শহরের রাধানগর পাড়ার এক যুবক। তাঁর সঙ্গে ভিডিও কলে এক মহিলার কথা হয়। তারপরই শুরু হয় ব্ল্যাকমেলিং। তাঁকে কিছু ছবি পাঠানো হয়। সেইসব ছবি ও ভিডিও নেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় তাঁকে। তা বন্ধ করতে হলে তাঁর কাছে টাকা দাবি করা হয়। তিনি টাকাও দেন। কিন্তু, এখনও হুমকি বন্ধ হয়নি। বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাঁর কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। ব্ল্যাকমেলিংয়ের শিকার হওয়ার কথা বুঝতে পেরে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। বর্ধমান থানা সূত্রে জানাগেছে, অভিযোগ পেয়ে নিির্দষ্ট ধারায় মামলা করা হয়েছে। এ ব্যাপারে সাইবার থানার সাহায্য নেওয়া হবে।
পুলিসের কাছে লিখিত অভিযোগে ওই যুবক জানিয়েছেন, গত ২ ডিসেম্বর রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর মোবাইলে একটি নম্বর থেকে ভিডিওকল আসে। তিনি কলটি রিসিভ করেন। অপরিচিত এক মহিলা তাঁকে কিছু ছবি দেখায়। এরপর তাঁর সঙ্গে কথাবার্তা শুরু হয়। ফোন কেটে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁকে বেশকিছু অশ্লীল ছবি ও ভিডিও পাঠানো হয়। সেগুলি নেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় তাঁকে। নেটে ছড়ানো আটকাতে হলে তাঁকে টাকা দিতে হবে বলে জানানো হয়। মানসম্মান রাখতে ওই যুবক কয়েক দফায় ৭৪ হাজার ৫৫০ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠান। তারপরও তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে।

Exit mobile version