E Purba Bardhaman

বর্ধমানে উদ্ধার হওয়া আহত পেরেগ্রিন ফ্যালকন পাখিকে বন দপ্তরের হাতে তুলে দিলেন এক যুবক

A youth handed over the injured Peregrine Falcon found in Burdwan to the forest department

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি শাবক পেরেগ্রিন ফ্যালকন (Peregrine Falcon) পাখিকে বন দপ্তরের হাতে তুলে দিলেন এক যুবক। পড়াশোনার সূত্রে বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা অনিরুদ্ধ মুখার্জি বর্ধমান শহরের ভাতছালা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ অনিরুদ্ধ বাড়ি ফিরে দেখেন বাড়ির বাগানে একটি পাখি গুরুতর আহত অবস্থায় পরে আছে। এমনকি পাখিটি উড়তেও পারছে না। এইভাবে পরে থাকলে কুকুর, বিড়ালে পাখিটির ক্ষতিসাধন করতে পারে ভেবে অনিরুদ্ধ পাখিটিকে একটি ব্যাগে করে নিয়ে সোজা চলে আসেন কার্জনগেট সংলগ্ন সরকারি পশু হাসপাতালে। চিকিৎসার পর পাখিটি আপাতত স্থিতিশীল অবস্থায় আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বনদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পাখিটি পেরেগ্রিন ফ্যালকন (Peregrine Falcon) প্রজাতির। এই অঞ্চলে এই প্রজাতির পাখি সচরাচর দেখা যায় না। তবে বিশ্বের যে কটি ক্ষিপ্র ও দ্রুত গতির প্রাণীর রেকর্ড করা হয়েছে তাদের মধ্যে পেরেগ্রিন ফ্যালকন (Peregrine Falcon) অন্যতম। এরা ঘণ্টায় ৩২০-৩৮৯ কিমি বেগে উড়তে পারে। অনেক উঁচু থেকে ক্ষিপ্রতার সঙ্গে মাঝ আকাশেই অন্য পাখিদের শিকার করতেও পটু এই প্রজাতির পাখিরা। এদের সাধারণত আরাবিয়ান কান্ট্রিতে দেখা গেলে আমাদের রাজ্যেও প্রায়ই দেখা মেলে এই প্রজাতির পাখির। বনদপ্তর সূত্রে জানা গেছে, পাখিটির বয়স আনুমানিক ৪ মাস। আপাতত পাখিটিকে পর্যবেক্ষণে রাখা রয়েছে। পাখিটির ডানায় চোট রয়েছে। চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলে পাখিটিকে ফের প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনাধিকারিক নিশা গোস্বামী।

Exit mobile version