E Purba Bardhaman

নাবালককে ফুসলিয়ে নিয়ে যাবার সময় ছেলেধরা সন্দেহে গণপিটুনি জামালপুরে

a youth was  arrested for suspecting a child lifter

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মাদকজাতীয় কিছু খাইয়ে শিশু চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতের নাম শেখ বাপন। জামালপুর থানার নসিপুরে তার বাড়ি। শনিবার সন্ধ্যায় শিশুটিকে সাইকেলে চাপিয়ে নিয়ে যাওয়ার সময আরাশূল গ্রামের বাসিন্দারা তাকে ধরে। মারধরের পর তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পরে শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে মাদক খাইয়ে অপহরণের ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রযোজনে ধৃতকে ৪ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম রঞ্জনী কাশ্যপ।
পুলিস জানিয়েছে, জামালপুর থানার জাঙ্গিরপুরে বছর আটের সঞ্জিত হাঁসদার বাড়ি। সে স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। শনিবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় তার খোঁজ খবর করেন পরিবারের লোকজন। তার নিখোঁজ হওয়ার বিষয়টি আশপাশের গ্রামে ছড়িয়ে যায়। সন্ধ্যা ৭ টা নাগাদ দামোদরের বাঁধ দিয়ে একটি বাচ্চা ছেলেকে সাইকেলে চাপিয়ে নিয়ে যেতে দেখেন আরাশূল গ্রামের বাসিন্দারা। যুবককে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়।| জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে সে সঞ্জিতকে চুরি করে নিয়ে পালানোর চেষ্টার কথা স্বীকার করে। খবর পেয়ে সঞ্জিতের পরিবারের লোকজন সেখানে পৌঁছান। সঞ্জিত তার বাবা বিমল হাঁসদাকে জানায়, সন্ধ্যার সময় বাড়ির সামনে সে খেলছিল। সেই সময় সাইকেলে চেপে সেখানে আসে বাপন। তার সঙ্গে সে ভাব জমায়। বাপন তাকে বেগনি খেতে দেয়। ভাব জমানোর পর জমি থেকে আলু চুরির কথা বলে বাপন তাকে সাইকেলে চাপিয়ে নেয়। তাকে কোথায় আলু তুলতে নিয়ে যাওযা হচ্ছিল সে বিষযে অবশ্য বাপন কিছু জানায় নি। পুলিসের অনুমান, বেগনির সঙ্গে বাপনকে নেশার কিছু খাইয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়ার পর বাপনকে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিত্সা করানো হয়।

Exit mobile version