বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের বর্ধমান শহরে দেখা মিলল আম আদমি পার্টির পোস্টার। বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের পুলিশ লাইন, ইন্দ্রকানন, জেভিয়ার্স রোডের বিভিন্ন জায়গায় আম আদমি পার্টির কিছু পোস্টারকে ঘিরে শুরু হয়েছে নতুন করে চাঞ্চল্য। শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। উল্লেখ্য, কয়েকমাস আগে বর্ধমানের কোর্ট চত্বরে এভাবে আম আদমি পার্টির পোষ্টার দেখা গেলেও এখনও পর্যন্ত এই জেলায় আম আদমি পার্টির কোনো নেতা বা কর্মীর হদিশ মেলেনি। খোদ পুলিশের গোয়েন্দা বিভাগও কারা এই পোষ্টার মেরেছে তা জানাতে পারেনি। স্বাভাবিকভাবেই কয়েকমাস পরে ফের বর্ধমানে আম আদমি পার্টির পোষ্টারকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে আম আদমি পার্টির পোষ্টারকে ঘিরে শুরু হয়েছে চর্চা। বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন, কোনো রাজনৈতিক দল পোস্টার মারতেই পারে। বিজেপির সাথে আম আদমি দলের কোনো মিল নেই। ভাব আছে তৃণমূল কংগ্রেসের সাথে। বিজেপির সমর্থন বাড়ায় ভয় পেয়ে এইসব ঘুরপথের কার্যকলাপ। শাসকদল আম আদমি বা সি পি এমকে অক্সিজেন যোগাতে চাইছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাসের সুর আবার উলটো। তাঁর কথায় ওদের মাথা খারাপ হয়ে গেছে। পোস্টার যে কেউ মারতেই পারে। যাদের শহরে কোনো লোকজনই নেই এটা তাদের পোস্টার। কিছু রাজনৈতিক দল যারা ভয়ে মাঠে নামতে পারছে না তারাই ঘরে বসে এইসব কাজ করছে।