E Purba Bardhaman

এত গুরুত্ব দেবার মত লোক অভিজিৎ গাঙ্গুলী নন – দোলা সেন

Abhijit Ganguly is not a person to be given so much importance – Dola Sen

মেমারি (পূর্ব বর্ধমান) :- বিচারপতির আসন ছেড়ে রাজনীতির ময়দানে নামার ইঙ্গিত দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। আর তারপরেই শুরু হয়েছে ব্যাপক চর্চা। এদিন পূর্ব বর্ধমানের নবপল্লীতে মেমারি প্রিমিয়ার লীগ ক্রিকেট প্রতিযোগিতায় উপস্থিত হয়ে তৃণমূল নেত্রী দোলা সেন বললেন, পৃথিবী আনন্দময়, যার চিত্তে যা লয়। তিনি বলেন, গণতান্ত্রিক দেশ, যে যা করে আনন্দ পায়। আমাদের কোনো আপত্তি নেই। এসে যদি মানুষের কাজ করে ভালো। তিনি আরও বলেন, এতো গুরুত্ব দেওয়ার মতো লোক অভিজিৎ গাঙ্গুলি নয়। উনি ভেবেছেন রাজনীতি করবেন, করুন। তিনি বলেন, গণতান্ত্রিক দেশ, কারো ইচ্ছে থাকতেই পারে আমি শুধু বিচারপতি থাকবো না রাজনীতিতে গেলে বোধহয় অনেক কিছু পাবো। এটা উনি ভাবতে পারেন, আবার নাও হতে পারে -এটা রিউমারও হতে পারে বলে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী দোলা সেন।

Exit mobile version